শীর্ষরিপো্র্ট ডটকম । ২৯ অক্টোবর ২০১৬
শিগগিরই মন্ত্রিসভায় রদ বদল আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আনা হবে। কবে রদ বদল আনা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার’।
আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘কমিটিতে বেশকিছু নতুন মুখ এসেছে। তৃণমূল থেকেও অনেককে আনা হয়েছে। নতুন যারা এসেছেন, তারা দক্ষ, যোগ্য, ও মেধাবী হওয়ার কারণেই কমিটিতে জায়গা করে নিয়েছেন।’
তিনি বলেন, ‘আগামী ৬ নভেম্বর কাযনির্বাহী সংসদ দলীয় সভাপতির নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। এ ছাড়া ৮ নভেম্বর বিকেল ৪টায় গণভবনে কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে’।