ভারতে ৩ পাকিস্তানি জঙ্গি নিহত

শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৬   মার্চ  ২০১৬

ভারতে ৩ পাকিস্তানি জঙ্গি নিহত

ভারতে ৩ পাকিস্তানি জঙ্গি নিহত

ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে ৩ পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে। বুধবার পাকিস্তানের ডন পত্রিকা এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কিছুদিন আগে ভারতের পুলিশের কাছে গোপন তথ্য এসেছিল যে পাকিস্তানের ১০ জঙ্গি ভারতে প্রবেশ করেছে। তাদের ধরতে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল ভারত। তবে ওই জঙ্গিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওই জঙ্গিরা গুজরাটের সোমনাথ মন্দিরে হামলার পরিকল্পনা করছিল।

ভারতের উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, ১০ সন্দেহভাজন জঙ্গির মধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। তবে আরো সাতজন এখনও বাকি আছে। আমরা তাদের খুঁজে বের করব। বাকি জঙ্গিরা পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হতে পারে বলেও ধারণা করছে পুলিশ।

এদিকে দিল্লির পুলিশ জানিয়েছে, আমাদের কাছে তথ্য আছে ওই জঙ্গিরা শহরের বড় বড় শপিংমল এবং মার্কেটে হামলা চালানোর পরিকল্পনা করছিল। ইন্ডিয়া গেটসহ দিল্লির প্রধান প্রধান সড়ক এবং রেলস্টেশনে সতর্কতা জারি করা হয়েছে। সেসব স্থানে নিরাপত্তা আরো জোরদার করেছে পুলিশ।

 

Related posts