শীর্ষরিপো্র্ট ডটকম । ৪ নভেম্বর ২০১৬
চীনা সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে বলে খবর দিয়েছে ভারতীয় মিডিয়া। আগও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে পাকিস্তান-ভারত উত্তেজনার প্রেক্ষাপটে এবারের ঘটনাটি বিশেষ গুরুত্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কলকাতাভিত্তি আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারত-পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা জুড়ে লাগাতার উত্তেজনার মধ্যেই নতুন আর এক জটিলতা তৈরি হলো চীনকে নিয়ে।
একটি ইংরাজি দৈনিকে প্রকাশ হওয়া খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরের লে জেলার ডেমচক এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার এ পাশে এসে পড়েছে চীনা সেনা। ভারতের আধা সামরিক বাহিনী আইটিবিপি-র মুখোমুখি পৌঁছে গিয়েছে তারা। ২০১৪ সালে এক বার ডেমচকে ভারতের এলাকায় চীনা সেনার অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। তার পর থেকে এমন ঘটনা এই প্রথম।
পত্র্রিকায় বলা হয়, মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চিহ্নিত করা থেকে শুরু করে পরমাণু জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে ভারতের স্বীকৃতি— এই সব ক্ষেত্রেই বেইজিংয়ের তরফ থেকে এসেছে একের পর এক বাধা। বস্তুত পাকিস্তানকে নানা রকমভাবে সমর্থন করে ভারতকে অস্বস্তিতে ফেলার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং। শুধু তাই নয়, সন্ত্রাসবাদ প্রশ্নেও ভারতের আক্রমণের মুখে পাকিস্তানকে বাঁচাতে নেমেছিল চীন। ইসলামাবাদও জঙ্গি হামলার শিকার এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের ভূমিকাকে গোটা বিশ্বের স্বীকৃতি দেয়া উচিত— এমন মত প্রকাশ করেছিল বেইজিং। তার পরে আবার নতুন করে সীমান্ত-জটিলতার সৃষ্টি করল তারা।
ভারত-পাকিস্তান সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা জুড়ে যখন অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীপাবলির দিনটি কাটিয়েছেন উত্তরাখণ্ডে ভারত-চীন সীমান্ত লাগোয়া গ্রাম মানা-তে। সেখানে প্রহরারত আইটিবিপি জওয়ানদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তিনি। এর পরেই গত কাল জম্মু-কাশ্মীরের লে এলাকায় এলএসি পেরিয়ে চিনা সেনা ঢুকে পড়ে। বুধবার বিকেলে ওই এলাকায় ঢুকে পড়েছিল চিনা সেনা। রাত পর্যন্ত সেখানেই ছিল তারা। আজ সকালে চীনা সেনা ফের ওই এলাকায় পৌঁছে গেছে। এলএসি বরাবর একটি সেচ প্রকল্পে চীন আপত্তি করছে।
জম্মু-কাশ্মীর থেকে অরুণাচল পর্যন্ত ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার কিলোমিটারজুড়ে সীমান্ত সমস্যা রয়েছে চীনের। এই বিতর্ককে স্বীকার করেও দু’দেশ যদিও বাণিজ্য ও অন্য অনেক বিষয়ে সম্পর্ক রেখে চলছে। সম্প্রতি ভারতে চীনা পণ্য বয়কটের ডাক ও অরুণাচলে দলাই লামার প্রস্তাবিত সফর বেইজিংকে চাপের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে এলএসিতে জটিলতা বাড়াল চীন।
আগামিকাল হায়দরাবাদে দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক। তার আগে নয়াদিল্লির পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে সংযত প্রতিক্রিয়া জানানো হয়েছে। ডেমচকে চীনা অনুপ্রবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ আজ মন্তব্য করেছেন, ভারত ও চীনের সীমান্ত সমস্যা মেটানোর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কোনো কিছু ঘটে থাকলে নিশ্চয়ই সেখানে আলোচনা হবে। তবে এখনই এই বিষয়টিকে খুব বড় করে দেখানোর প্রয়োজন নেই।