ব্যাংক কর্মকর্তাদের আসল নোট চেনার নির্দেশ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৪  নভেম্বর  ২০১৬

ব্যাংক কর্মকর্তাদের আসল নোট চেনার নির্দেশ

ব্যাংক কর্মকর্তাদের আসল নোট চেনার নির্দেশ

দেশে কার্মরত সব বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা/ কর্মচারীদেরকে ‘আসল ব্যাংক নোট চেনার উপায়’ শেখানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। নির্দেশনাটি সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেয়ার জন্য ব্যাংকের বাৎসরিক প্রশিক্ষণ কর্মসূচিতে ‘আসল ব্যাংক নোট চেনার উপায়’ বিষয়টি অন্তর্ভূক্ত করার নির্দেশনা প্রদান করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিস্ট বিভাগকে অবহিত করতে হবে।

জানা গেছে, ব্যাংকগুলোতে শুধুমাত্র যারা ক্যাশে কাজ করেন তারাই ব্যাংক নোটের ব্যাপারে প্রয়োজনীয় জ্ঞান রাখেন। কিন্তু বাকিরা এ বিষয়ে ততটা ভালো জানে না। তাই ব্যাংকগুলোর ম্যানুয়াল ট্রেনিং প্রোগ্রামে এ বিষয়টি অন্তর্ভূক্ত করতে নির্দেশ দেয়া হয়েছে। যাতে সব কর্মকর্তারাই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারে।

 

Related posts