বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং হাসপাতালে

শীর্ষরিপো্র্ট ডটকম । ৩  ডিসেম্বর  ২০১৬

বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং হাসপাতালে

বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং হাসপাতালে

বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিংকে রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারিরীকভাবে ভালো বোধ না করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে একজন মুখপাত্র বলেছেন, মনে হচ্ছে অবস্থা খুব একটি গুরুতর না। খবর টেলিগ্রাফের।

একটি সম্মেলনে যোগ দিতে রোমে গিয়েছিলেন হকিং। সোমবার পোপের সঙ্গে দেখা করার কথাও ছিল তার।

জটিল মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হকিংয়ের বয়স হয়েছে ৭৪ বছর।

হাসপাতাল সূত্র জানিয়েছে, বাড়তি সতর্কতার জন্য অতিরিক্ত একটি রাত হয়তো হকিংকে হাসপাতালে থাকতে হতে পারে। তবে তার অবস্থা চিকিৎসকদের নিয়ন্ত্রণে।

‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’র লেখক স্টিফেন হকিং বিশেষ এক ধরনের কম্পিউটারের সাহায্যে কথা বলেন। ভ্রমণের সময় তার সঙ্গে থাকেন দু’জন নার্স।

রোমের জেমেলি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই হাসপাতালটিকে রোমের অন্যতম সেরা হাসপাতাল বলে মনে করা হয়।

 

Related posts