শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ অক্টোবর ২০১৬
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন বিদেশে থেকে দলের গুরুত্বপূর্ণ পদে থাকা ঠিক না।
রোববার আওয়ামী লীগের বিশতম সম্মেলনের দ্বিতীয় দিনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে এ তথ্য জানান বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিজেই।
আওয়ামী লীগের ২০তম সম্মেলনের দ্বিতীয় দিন রোববার দুপর ১২টার কিছূক্ষণ আগে রংপুর জেলার কাউন্সিলর হিসেবে যোগ দেন তিনি।
কাউন্সিল অধিবেশনের প্রথম পর্বে শেখ হাসিনাকে পুনরায় সভাপতি ও সজীব ওয়াজেদ জয়কে দলের গুরুত্বপূর্ণ রাখার জন্য তৃণমূলের নেতারা দাবি জানিয়েছেন।
তৃণমূলের নেতারা জয়ের জন্য জোর দাবি জানালে শেখ হাসিনা তাদের উদ্দেশ্য বলেন, ‘জয় গুরুত্বপূর্ণ জায়গাতেই আছে।’
জয় বলেন, দলের বাইরে থেকেই দলের কাজ করতে চাই।