বিচারক নিয়োগসংক্রান্ত ধারা বাতিল চেয়ে রিট

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩  নভেম্বর  ২০১৬

নিম্ন আদালতের বিচারক নিয়োগসংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ এবং বদলি ও পদোন্নতিসংক্রান্ত  ১১৬ অনুচ্ছেদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্পিকার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।

সম্প্রতি প্রধান বিচারপতি বলেছেন, সংবিধানের ১১৬ অুনচ্ছেদে ‘দ্বৈত শাসনের ফলে বিচার বিভাগের কাজে বিঘ্ন ঘটে।’

রিট দায়েরের পরে ইউনুছ আলী বলেন, ১৯৭২ এর মূল সংবিধানে ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু ১৯৭৫ এর চতুর্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

এ ছাড়া সংবিধানের ৯৫(গ) অনুচ্ছেদে আইন তৈরি সাপেক্ষে বিচারপতি নিয়োগের বিধান থাকলেও সংসদে কোনো আইন ছাড়াই দীর্ঘ ৪৫ বছর যাবত বিচারপতি নিয়োগ দিচ্ছে, এটাও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

রিট আবেদনে সংবিধানের এই ধারাও বাতিল চাওয়া হয়েছে।

 

Related posts