শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯ এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।
শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিরিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। এর আগে গণপূর্ত মন্ত্রণালয় এ অনুমতি দিয়েছিল।
রিজভী বলেন, জন্মলগ্ন থেকে যথাযোগ্য মর্যাদায় বিএনপি শ্রমিক দিবস পালন করে। এবছর জাতীয়তাবাদী শ্রমিক দল দিবসটিতে সমাবেশের প্রস্তুতি নিয়েছে। সমাবেশ সফল করতে বিভিন্ন ইউনিটে প্রস্তুতি সভা করেছে শ্রমিক দল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলেও জানান রিজভী।