বিএনপির কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই : রিজভী

শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৬   মার্চ  ২০১৬

বিএনপির কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই : রিজভী

বিএনপির কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই : রিজভী

বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ কাউন্সিলের জন্য বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছে। এখনো অনুমতির অপেক্ষায় আছি।

বুধবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, মঙ্গলবার গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চে বিএনপিকে কাউন্সিল করার অনুমতি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

রিজভী বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল করার সব আয়োজন সম্পন্ন হয়েছে। তাই যথাসময়ে সেখানেই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ডিজিটাল চুরি বিশ্বের মানুষকে হতবাক করেছে। গডফাদারদের লুকিয়ে রাখা যাবে না। তাদের পরিচয় ক্রমেই স্পষ্ট হচ্ছে।

পালানোর পরিস্থিতি আসলে সরকারের মন্ত্রী এমপিরা যাতে পালাতে পারে তাই দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

 

Related posts