শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ মার্চ ২০১৬
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের শেষ নেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে।
আরাফাত সানির নিষেধাজ্ঞা নিয়ে তেমন কোন আলোচনা না হলেও তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে করা আইসিসির রিপোর্টটি কোনভাবেই মেনে নিতে পারছে না বিসিবি। এজন্য ইতিমধ্যে তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে বিসিবি। তাসকিনের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলতে গিয়ে ব্যাঙ্গালুরুতে সংবাদ সম্মেলনে কেঁদে ফেলেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।
কিন্তু আ হ ম মোস্তফা কামাল বিসিবি কিংবা আইসিসির সভাপতি থাকলে এতক্ষণে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতো বলে অভিমত ব্যক্ত করেছেন মোস্তফা কামালের মেয়ে, বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, ‘আমার বাবা যদি আইসিসি কিংবা বিসিবিতে থাকতো তাহলে আজ তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতো। মাশরাফিকেও একা কাঁদতে হতো না।’
২০১৫ বিশ্বকাপের সময় বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচে আম্পারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন মোস্তফা কামাল। বিশ্বকাপের ফাইনালের মঞ্চেও তাকে বিজয়ীর হাতে শিরোপা দিতে দেয়া হয়নি। এজন্য বিশ্বকাপ শেষে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওই সময়ই আইসিসিকি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে কড়া সমালোচনা করেছিলেন মোস্তফা কামাল।