বাংলাদেশ ২০০ রান পেরিয়ে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২১  অক্টোবর  ২০১৬

বাংলাদেশ ২০০ রান পেরিয়ে

বাংলাদেশ ২০০ রান পেরিয়ে

চট্টগ্রামে আজ শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখান তামিম ইকবাল।মাহমুদউল্লাহর বিদায়ের পর  মুশফিককে সঙ্গে নিয়ে সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন দেশসেরা এ ওপেনার।

তবে ২২ রানের জন্য শেষপর্যন্ত টেস্টে অষ্টম সেঞ্চুরির দেখা পেলেন না তামিম। ব্যক্তিগত ৭৮ রানে তাকে ফেরান গ্যারেথ বেটি। ৫৫ তম ওভারে তার বোলিংয়ে উইকেটের পিছনে থাকা জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন তামিম।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:  ৬৪ ওভার শেষে বাংলাদেশ ২০৬/৪

ব্যাট করছেন মুশফিকুর রহিম (৪৫)ও সাকিব আল হাসান (১৯)।ফিরে গেছেন তামিম ইকবাল (৭৮), মাহমুদউল্লাহ (৩৮), মুমিনুল হক (০), ইমরুল কায়েস (২১)।

ইংল্যান্ডের ২৯৩ রানের জবাব দিতে নেমে শুরুতে দেখেশুনেই খেলছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১০ ওভারে দুটি চার আসে ইমরুলের ব্যাট থেকে। তামিম তখনো বাউন্ডারি মারেননি। কিন্তু লাঞ্চের আগে মঈন আলীর এক ওভারেই ওলটপালট হয়ে যায় সবকিছু।

ওই ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ইমরুল (৫০ বলে ২১)। টেস্টের আদর্শ ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল ফেরেন তিন বল মোকাবিলা করে। রানের খাতা খোলার আগেই মঈনের বলে বেন স্টোকসকে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি। দ্রুতই ২ উইকেট হারিয়ে তাই চাপে পড়ে যায় বাংলাদেশ। লাঞ্চের আগে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৯।

এরপর তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম। দুজনের ব্যাটে দলের স্কোর ১০০ পেরিয়ে যায়। তামিম তুলে নেন ক্যারিয়ারের ১৯তম টেস্ট ফিফটি।

চা বিরতির আগে আদিল রশিদের বলে স্লিপে জো রুটকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদউল্লাহ। আর তাতে ভেঙে যায় ৯০ রানের বড় জুটি। ৬৬ বলে ৩টি চারে মাহমুদউল্লাহ করেন ৩৮ রান।

মাহমুদউল্লাহ ফেরার পর মুশফিকের সঙ্গে আরও একটি দারুণ জুটি গড়ে তুলেন তামিম। দুইজনে মিলে ৪৪ রানের জুটি গড়ে তুলেন। শেষপর্যন্ত গ্যারেথ বেটির শিকার হয়ে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তামিমকে। আউট হওয়ার আগে ১৭৯ বলে ৭টি চারের সাহায্যে ৭৮ রানের ইনিংসটি সাজান বাহাতি ওপেনার তামিম।

এর আগে দ্বিতীয় দিন প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই ২৯৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অভিষেকে ৬ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

 

 

Related posts