শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ অক্টোবর ২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতে ঘাতকরা শেখ রাসেলকে হত্যা করেছে ।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় আবেগ আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বলেন,‘ছোট থেকে রাসেল বড় হয়েছে বাবা-মা, ভাই-বোন সবার স্নেহ নিয়ে। কিন্তু কতোটুকু পেয়েছে পিতৃস্নেহ ? তাকে বড় হতে হয়েছে পিতৃস্নেহ বঞ্চিত হয়ে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন বাবার সঙ্গে দেখা করতে কারাগারে যেতাম, তখন রাসেলকে সেখান থেকে নিয়ে আসাটা কষ্টকর হতো। সে বাবাকে ছেড়ে আসতে চাইতো না। তখন তার বা কতোইবা বয়স? ঠিকমতো কথাও বলতে শেখেনি’।
সে বাবাকে খুঁজে বেড়াতো। মা বলতেন যে, আমিই তো তোমার বাবা। তখন সে মাকে মা বলেও ডাকতো, বাবা বলেও ডাকতো। এভাবেই রাসেল ছোট থেকে বড় হয়েছে’- যোগ করেন প্রধানমন্ত্রী।
যেকোনো ত্যাগ স্বীকারে আগামী প্রজন্মকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।