প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষায় বাংলাদেশকে সোচ্চার হওয়ার আহ্বান

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ১০  ডিসেম্বর  ২০১৬

প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষায় বাংলাদেশকে সোচ্চার হওয়ার আহ্বান

প্রবাসী গৃহকর্মীদের সুরক্ষায় বাংলাদেশকে সোচ্চার হওয়ার আহ্বান

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউভ বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়াদের সুরক্ষা বাড়াতে ।

এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। এইচআরডব্লিউয়ের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং নেপাল তাদের গৃহকর্মীদের বিষয়ে সোচ্চার হলেও এ বিষয়ে বাংলাদেশ এশিয়ার মধ্যে অনেকটা বিচ্ছিন্ন।

মধ্য প্রাচ্যের নারী অধিকার বিষয়ক গবেষক রত্না বেগম বলছেন, বাংলাদেশের উচিৎ তার কর্মীদের জন্য সেরা সুযোগগুলো চাওয়া, কিন্তু তা কখনোই তাদের সুরক্ষা ব্যাতিরেকে নয়।

 

Related posts