শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ নভেম্বর ২০১৬
সরকারের পক্ষ থেকে ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ-এর জন্য খুলনায় বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি। বাড়ি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে নির্মিত হবে মিরাজের পরিবারের জন্য বাড়িটি। বিষয়টি সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন।
খোকন নিজের ফেসবুকে লিখেছেন, ‘ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ এর পরিবারের জন্য আবাসিক বাড়ি তৈরি করে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ইতিমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্য সচীব আবুল কালাম আজাদ । বাড়ি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে এই ব্যবস্থা নিবে স্থানীয় জেলা প্রশাসন।’