শীর্ষরিপো্র্ট ডটকম । ১৭ অক্টোবর ২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ সকালে দেশে ফিরেছেন।রোববারে শেষ হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনের থিম ছিলো- ‘ব্রিকস-বিমসটেক : একটি অংশীদারিত্বের সুযোগ’।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টা ৩৫মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রীকে এ সময় বিমান বন্দরে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অভ্যর্থনা জানান।
এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি সকাল ৭টা ১০মিনিটে (ভারতীয় সময়) গোয়া নেভাল বেইজ এয়ারপোর্ট ত্যাগ করে।ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর, গোয়ার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আলিনা সালদানহা, গোয়া সরকারের সচিব (কোঅর্ডিনেশন) পদ্মা জেসওয়াল, দিল্লীতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সামিনা নাজ গোয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।গোয়া নেভাল বেইজ এয়ারপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময়ে তাঁর সম্মানে শিল্পীরা স্থানীয় সাংস্কৃতিক কার্যক্রম প্রদর্শন করে।বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার বিমসটেক লিডারসএবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী গতরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।– বাসস