প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপদ সড়ক সেল গঠনের দাবি

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২০  অক্টোবর  ২০১৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপদ সড়ক সেল গঠনের দাবি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপদ সড়ক সেল গঠনের দাবি

স্থলপথে নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রধানমন্ত্রীকে প্রধান করে তার কার্যালয়ের অধীন শক্তিশালী একটি সড়ক সেল গঠনের দাবি জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, সংগঠনের মহাসচিব শামীম আলম দীপেন, যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল, বেলায়েত হোসেন, লিটন এরশাদ, এহসানুল হক কামাল ও গণি মিয়া বাবুল।

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৬ এবং জাহানারা কাঞ্চনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, এই সেল গঠিত হবে স্থানীয় সরকার, সড়ক ও সেতু, স্বরাষ্ট্র, আইন, স্বাস্থ্য, ভূমি, শিক্ষা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগ ও অধিদফতরের সমন্বয়ে। যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে প্রধানমন্ত্রীর হাতে।

 

Related posts