শীর্ষরিপো্র্ট ডটকম। ৪ এপ্রিল ২০১৬
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার প্রচলিত আইনেই সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রচলিত আইনে দ্রুত এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে সরকার দেখাবে এটা সম্ভব হয়েছে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে তনু হত্যা প্রসঙ্গে প্রধান বিচারপতির দেয়া সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন।