শীর্ষরিপো্র্ট ডটকম । ১১ ডিসেম্বর ২০১৬
২০১৯ সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, পারমিশন নিয়ে মিছিল-মিটিং হয় না, আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে সাহস লাগে। জনগণকে সঙ্গে নিয়ে সাহস করে মাঠে নেমে মিছিল-মিটিং করুন। আমরা মার খেয়ে আন্দোলন করেছি।
শনিবার বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
কুমেকের অধ্যক্ষ ডা. মহসিন-উজ জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ, কুমেকের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন, ফরিদা আদিব খানম, কুমিল্লা সিভিল সার্জন ডা. মজিবুর রহমান, কুমেকের উপাধ্যক্ষ কে এ মান্নান প্রমুখ।
মন্ত্রী বলেন, জনগণকে ভয় পান কেন। আমেরিকায় হিলারির পক্ষে ওবামা সরকারে থেকেও প্রচারণা চালিয়েছেন। কিন্তু পাস করেছে ট্রাম্প। জনগণ তাকে ভোট দিয়েছে। নারায়ণগঞ্জে নৌকা-ধানের শীষের নির্বাচন হচ্ছে। সেখানে সুষ্ঠু নির্বাচন হবে। যে ফল হবে আমরা তা মেনে নেবো। আপনারা আন্দোলন করেন, তবে আন্দোলন করে কোনো লাভ হবে না।