শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ অক্টোবর ২০১৬
পাকিস্তানের করাচিতে দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার করাচির মুশাররফ কলোনির কাছে নিয়মিত অনুশীলনের সময় ওই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
করাচির এক জ্যেষ্ঠ পুলিশ সুপার বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুশাররফ কলোনির কাছে একটি মিরেজ বিমান বিধ্বস্ত হয়েছে।
বিমানটি মাশরুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। পরে করাচির মুশাররফ কলোনির কাছে বিধ্বস্ত হলে বিমানের পাইলট ফাইয়াজ নিহত হন। ঘটনাস্থলে উদ্ধারকারী দলের কর্মকর্তারা পৌঁছেছেন বলে দেশটির জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিমানবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় কোনো বেসামরিক প্রাণহানি হয়নি। দুর্ঘটনার কারণ তদন্তে বিমানবাহিনীর প্রধান কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।