শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ অক্টোবর ২০১৬
ক্রমশ পশ্চিমবঙ্গের জন্যে তৈরি হচ্ছে অশনি সঙ্কেত। ক্রমশ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি। সেটি যেভাবে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে তাতে নিম্নচাপটি শক্তিশালী হয়ে সাইক্লোনে পরিণত হতে চলেছে বলেই মনে করছে রাজ্যটির হাওয়া অফিস। কিন্তু এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও শনাক্ত করতে পারছে না হাওয়া অফিস। তবে প্রতি মুহূর্তে নিম্নচাপের দিকে নজর রাখছে হাওয়া অফিস।
প্রাথমিকভাবে আবহাওয়াবিদরা মনে করেছিলেন এটি মিয়ানমার উপকূলের দিকে যাবে। যেভাবে শক্তি বাড়িয়ে মোড় ঘুরছে তাতে আবহাওয়া দফতর বলছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা বা বাংলাদেশ উপকূলের মধ্যে যেকোনো জায়গায় এটি আছড়ে পড়তে পারে।
কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের এক কর্মকর্তা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের অভিমুখ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে, সেব্যাপারে আজ সোমবার ইঙ্গিত মিলতে পারে। যদিও রাজ্য সরকারকে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের ব্যাপারে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত কোন উপকূলে আছড়ে পড়বে, তা এখনও অনিশ্চিত হলেও আগামী বুধ ও বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। বর্ষা বিদায় নিয়েছে।