পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৭   ডিসেম্বর  ২০১৬

 

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ইডোয়ার্ড ডি লাইজলেসিয়া ওয়াই ডেল রোসেল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিদায়ী সাক্ষাৎ করেন স্পেনের রাষ্ট্রদূত।

সাক্ষাতকালে বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন তারা। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশে স্পেনের ৪টি কোম্পানির ৫টি প্রকল্পের মাধ্যমে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

একইসঙ্গে বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন কার্যক্রমের একটি প্রকল্পে স্পেনিশ কোম্পানির কার্যাদেশ পাওয়ায় রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান তিনি।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত।

 

Related posts