নিম্নচাপ বাংলাদেশের উপকূল অতিক্রম করছে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৬  নভেম্বর  ২০১৬

নিম্নচাপ বাংলাদেশের উপকূল অতিক্রম করছে

নিম্নচাপ বাংলাদেশের উপকূল অতিক্রম করছে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে।

রোববার সকাল সাড়ে ৮টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, গভীর নিম্নচাপটি সকাল ৬টার দিকে সীতাকুণ্ড দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। তবে এটি আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে পুরোপুরি উপকূল অতিক্রম করবে।

নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণসহ দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এ ছাড়া সাগর বেশ উত্তাল রয়েছে। কোথাও কোথাও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে।

গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত থেকে ‍নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে নিম্নচাপের প্রভাবে ঢাকায় শনিবার প্রায় সারা দিন এবং রাতেও বৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে।

 

 

Related posts