শীর্ষরিপো্র্ট ডটকম । ৭ ডিসেম্বর ২০১৬
বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন তিনি নিজে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী। আর তিনি সবাইকে তা নিজেই জানিয়ে দিলেন। বললেন ‘ঘর থেকে বের হওয়ার সময় নিজের ঘরের সুইচ (বিদ্যুতের) নিজেই বন্ধ করি।’
যারা বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী নন তাদের সমালোচনা করে তিনি বলেন- ‘অনেক কর্মকর্তা নিজেকে বড় ভেবে বিদ্যুতের সুইচ বন্ধ করেন না।’ তাদের উদ্দেশ্যে তিনি বলেন ‘নিজের কাজ নিজে করায় কোনো লজ্জা নেই।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান- বর্তমানে দেশে ৮০টি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের ৭৮ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান- ২০২১ সালের মধ্যে আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।
২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানান তিনি।