নভেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৮  অক্টোবর  ২০১৬

নভেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

নভেম্বর থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

করদাতারা আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে তাদের আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করতে পারবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-৪ এর আওতাধীন করদাতাদের জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এ সময় জানানো হয়, বর্তমান আয়কর রিটার্ন ফরমের মতই করদাতা ঘরে বসেই অনলাইনে রিটার্ন ফর্ম পূরণ করতে পারবেন। এ জন্য কর অফিসে আসতে হবে না। অনলাইনেই দাখিল করা রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র ও সনদ পাওয়া যাবে। সংশ্লিষ্ট করদাতার জন্য এনবিআরের বিভিন্ন বার্তাও অনলাইনে পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এনবিআরের সদস্য কালিপদ হালদার।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, অনলাইনে রিটার্ন দাখিল ব্যবস্থা চালু হওয়ার পর কেউ চাইলে বিদ্যমান ব্যবস্থায়ও রিটার্ন দাখিল করতে পারবেন। একই সঙ্গে ই-পেমেন্ট ব্যবস্থা চালু হওয়ার পরও কেউ চাইলে চালানের মাধ্যমেও তা দিতে পারবেন।

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান অনলাইনে রিটার্ন ব্যবস্থা চালু হলেও কর পরিশোধ পদ্ধতি অনলাইনে দ্রুত চালু করার তাগিদ দেন।

 

Related posts