দুদক বেসিকের জিএমকে গ্রেফতার করেছে

শীর্ষরিপো্র্ট ডটকম।  ৫ এপ্রিল  ২০১৬

 

দুদক বেসিকের জিএমকে গ্রেফতার করেছে

দুদক বেসিকের জিএমকে গ্রেফতার করেছে

রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্যাংকটির এ কর্মকর্তা বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি মামলার অন্যতম আসামি বলে জানা গেছে।

মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয় সেনাকল্যাণ ভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করেছে বলে সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে গত বছরের সেপ্টেম্বরে ৫৬টি মামলা করেছেন দুদকের অনুসন্ধান দলের সদস্যরা। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলা দায়ের করে দুদক। ৫৬টি মামলায় মোট আসামি ১২০ জন।

মামলাগুলোতে মোট ২ হাজার ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এরপর আটক করা হলো এই কর্মকর্তাকে।

আসামিদের মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৬ জন। বাকি ৯৪ জন আসামি ঋণগ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং সার্ভে প্রতিষ্ঠানের।

 

Related posts