দিল্লি ডিএসসিসি’র নাগরিক সেবায় সহযোগিতা করবে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৩১  অক্টোবর  ২০১৬

দিল্লি ডিএসসিসি’র নাগরিক সেবায় সহযোগিতা করবে

দিল্লি ডিএসসিসি’র নাগরিক সেবায় সহযোগিতা করবে

রাজধানী ঢাকাবাসীর নাগরিক সেবা বৃদ্ধিতে দিল্লি প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।

সোমবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

দুপুরে ডিএসসিসি কার্যালয়ে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

শ্রী হর্ষবর্ধন নভেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ‘ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে মেয়র সাঈদ খোকনকে আমন্ত্রণ জানাতে নগর ভবনে আসেন।

হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য বৈঠকে ভারতীয় হাইকমিশনার ঢাকা দক্ষিণের নাগরিক সেবা বৃদ্ধিতে দিল্লির প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘উন্নয়নের অংশীদার হিসেবে ঢাকার সঙ্গে থাকতে পারা গর্বের বিষয়।’

মেয়র সাঈদ খোকন বলেন, ‘ঢাকা-দিল্লির শিল্প, সাহিত্য, সংস্কৃতিসহ অধিকাংশ বিষয় প্রায় একই। উভয় দেশই অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নাগরিক সেবা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গর্বিত অংশীদার হতে পারে।

 

 

Related posts