শীর্ষরিপো্র্ট ডটকম। ২১ মে ২০১৬
দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে শুরু হওয়া তিন দিনব্যাপি ‘বাংলাদেশ আন্তর্জাতিক পর্যটন মেলা-২০১৬’ শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ মেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) এ মেলার আয়োজক। মেলায় দেশি-বিদেশি এয়ারলাইন্সসহ ট্যুরিজম সেক্টর প্রতিষ্ঠানগুলো তাদের সেবা তুলে ধরে।
এতে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মায়ানমার, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ১১০টি স্টলে প্রায় ৫০০ পর্যটন শিল্প উদ্যোক্তা অংশ নেন।