তাসকিন-মোস্তাফিজ আ.লীগের সম্মেলনে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২২  অক্টোবর  ২০১৬

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলন।

তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের ঢল এখন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সেই  স্রোতে মিশে গেছেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। শনিবার তারা সম্মেলনে যোগ দিয়েছেন। মূলত মানিকগঞ্জের এমপি ও সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গে সম্মেলনে এসেছেন তাসকিন ও মোস্তাফিজ।

বাংলাদেশ সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে। তাসকিনকে টেস্ট দলে রাখা হয়নি। অন্যদিকে ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন মোস্তাফিজও। দুজনেরই অখণ্ড অবসর। এই সময়ে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে অবসরে ভিন্নতা এনেছেন তারা।

 

 

Related posts