শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯ এপ্রিল ২০১৬

ঢামেক থেকে ভুয়া ডিবি পুলিশ আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আবুল হোসেন মাহবুব (৪০) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ক্যাম্প পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকাল ৪টার দিকে বাড্ডা এলাকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে রাকিব নামে একজন মারা যায়। তার ময়নাতদন্ত করার সময় মাহবুব ডিবি পরিচয় দিয়ে বলে ময়নাতদন্ত ছাড়াই যেন লাশ হস্তান্তর করে। তখন বিষয়টি সন্দেহ হলে তাকে ব্যাচ নম্বর, কার্ড দেখা বললে সে তা দেখাতে ব্যর্থ হয়। তখনই তাকে আটক করা হয়।
আটক মাহবুবকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।