শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩ মে ২০১৬
সাইক্লিস্টস ও বাইকারদের ‘রোড সেফটি ঢাকা’ নামে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যাবহার করে রাজধানীতে দাগ ছাড়া স্পিড ব্রেকার ও ঢাকনা ছাড়া ম্যানহোলের তথ্য দিয়ে পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব সাইকলিস্ট এ সংক্রান্ত বেশি সংখ্যক সঠিক রিপোর্ট করতে পারবেন, তাদের মধ্যে তিন জনকে একটি করে বাই-সাইকেল পুরস্কার দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে নতুন অ্যাপ নিয়ে আগামী মাসের মাঝামাঝি থেকে তিন মাসের ক্যাম্পেইন শুরু করা হবে বলেও জানানো হয়েছে।
‘রোড সেফটি ঢাকা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টোরের goo.gl/IHfoMw-এই ঠিকানা থেকে। শনিবার ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়।