ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় আরো একজন গ্রেফতার

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৮  নভেম্বর  ২০১৬

ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় আরো একজন গ্রেফতার

ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় আরো একজন গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একটি অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে তাকে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তার নাম মো. রবিউল ইসলাম ওরফে রবি (২৫)। তার বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুরে। বর্তমানে নিউমার্কেট থানার হাতিরপুল সেন্ট্রাল রোড এলাকায় সে থাকে।

এ ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হল। এর আগে গত ২১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত কাউন্টার ফটোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে এ ঘটনায় গ্রেফতার রুবেল হাওলাদার ও শাওন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

 

Related posts