শীর্ষরিপো্র্ট ডটকম । ১২ ডিসেম্বর ২০১৬
শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলের ওপর বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমন করবেন। এজন্য ১৪ ডিসেম্বর সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাজার রোড ক্রসিং থেকে মিরপুর-১ নং ক্রসিং অভিমুখী সড়কে বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার রিকশা, রিকশা-ভ্যান পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হলো।
বিকল্প সড়ক
আশুলিয়া থেকে বেড়িবাঁধ হয়ে মিরপুরগামী যানবাহনগুলো নবাবেরবাগ ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে শাহআলী থানা সড়ক ব্যবহার করবে। মাজার রোড ক্রসিং হয়ে শাহআলী মাজারসংলগ্ন এলাকামুখী যানবাহনগুলো টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম সড়ক ব্যবহার করবে এবং মিরপুর-১০ নম্বর থেকে গাবতলীগামী যানবাহনগুলো মিরপুর ১ নম্বর হয়ে টেকনিক্যাল মোড় দিয়ে যাবে।