শীর্ষরিপো্র্ট ডটকম। ১৮ মার্চ
জয়পুরহাটের কালাই উপজেলা থেকে নুর মোহাম্মদ নামে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হাজিপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুর মোহাম্মদ কালাই উপজেলার বেগুনগ্রাম ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ও একই এলাকার মোজাহার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যানচালক বড় ভাই নুর মোহাম্মদকে সহযোগিতা করার জন্য বাড়ি হতে বের হয়। পরে স্থানীয় মোলামগাড়ী বাজার হতে দুইজন যুবককে নিয়ে নুর মোহাম্মদ কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামে পৌঁছে দেয়ার জন্য রওনা হয়। এরপর রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে ওই মাদরাসা ছাত্রের গলা কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্যান ছিনতাই করে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।