শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ অক্টোবর ২০১৬
পুলিশের কাউন্টার টেররিজম টিমের এক অভিযানে রাজধানী থেকে ৬৭ ভরি সোনাসহ সাত জেএমবি সদস্যকে আটক করা হয়েছে।
তেজগাঁও এলাকা থেকে সোমবার রাতের বিভিন্ন সময়ে তাদেরকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী।
তিনি জানান, আটককৃতরা ডাকাতির সঙ্গে জড়িত। আটক জেএমবি জঙ্গিদের কাছ থেকে ৬৭ ভরি সোনা, চারটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ১০টি বুলেট, ছয় লাখ টাকা, টিভি, ল্যাপটপ, মোটরসাইকেল ছাড়াও কয়েক লাখ টাকার চুরি যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে।