শীর্ষরিপো্র্ট ডটকম । ৪জুন ২০১৭
জাতীয় পার্টির ইফতার মাহফিলে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রী-এমপিরা যোগদান করেছেন।
আজ ঢাকার স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি, সংসদ সদস্যবৃন্দ, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার অনুষ্ঠানে ক্বারী মোহাম্মদ বেলালী ইসলামী উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ তার বক্তব্যে সকল মুসলিম উম্মাহকে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানের আদর্শ ধারণ করে বিশ্বের সকল মুসলিম উম্মাহকে এক হওয়ার এবং জঙ্গিবাদ বিরোধী অবস্থান গ্রহণ করার আহবান জানান।