শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬ মার্চ ২০১৭

জঙ্গি আস্তানায় বন্দুকযুদ্ধে নারীসহ ৪ জন নিহত
চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় আজ ভোরে জঙ্গি আস্তানায় বন্দুকযুদ্ধে নব্য জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (নব্য জেএমবি) এক নারী সদস্যসহ সন্দেহভাজন ৪ জঙ্গি নিহত হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটে কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘অ্যাসল্ট-১৬’ নামে একযোগে এ অভিযান শুরু করে।
এর আগে বুধবার বিকেল থেকেই সীতাকুন্ডের চৌধুরীপাড়ার ‘ছায়ানীড়’ দ্বিতলবিশিষ্ট এই বাড়িটি পুলিশ ঘিরে রাখে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রেজাউল মাসুদ জানান, সীতাকুন্ড এলাকার ওই আস্তানার দুইজন জঙ্গি বন্দুকযুদ্ধে এবং অপর দুইজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়।
জঙ্গি আস্তানায় অভিযানে সোয়াতের দুই সদস্য ও পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার আব্দুল মান্নান জানান, অভিযান শেষে ওই ভবনে বসবাসরত ৭টি পরিবারের নারী ও শিশুসহ ২০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।