শীর্ষরিপো্র্ট ডটকম। ২০ এপ্রিল ২০১৬
চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার মধ্যরাতে জেলার রাঙ্গুনিয়ার মরিয়ম নগর রশিদিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করতে না পারলেও স্থানীয়দের দাবি প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ নারায়ণ চক্রবর্তী খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া, কাপ্তাই ও কালুরঘাট ইউনিটের চারটি গাড়ি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া ঘরের মধ্যে ৩২টি কাঁচা ও ২টি মাটির ঘর। বিষয়টি আরো ভালোভাবে খতিয়ে দেখে ক্ষয়ক্ষতি নিরূপন করা হবে বলে জানান দমকল বাহিনী।