গুলশান হামলায় ‘আইএসের অনুমোদন’ বিষয়ে জানে না পুলিশ

শীর্ষরিপো্র্ট ডটকম । ৩  ডিসেম্বর  ২০১৬

গুলশান হামলায় ‘আইএসের অনুমোদন’ বিষয়ে জানে না পুলিশ

গুলশান হামলায় ‘আইএসের অনুমোদন’ বিষয়ে জানে না পুলিশ

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোঁরায় হামলার আগে ওই হামলার মূল হোতা তামিম চৌধুরী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে অনুমোদন পেয়েছিলেন বলে রয়টার্স যে খবর দিয়েছে সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার সকালে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন কমিশনার।

এর আগে বৃহস্পতিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে জানায়, বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁ হত্যাযজ্ঞের আগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের অনুমোদন নিয়েছিলেন হামলার মূল হোতা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী।

বিদেশি নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করতে কানাডিয়ান বংশোদ্ভূত তামিম চৌধুরী জঙ্গিগোষ্ঠীটির সদস্য আবু তারেক মোহাম্মদ তাজউদ্দিন কাউসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

হামলার আগে এ দুই জঙ্গি সদস্যের মাঝে যোগাযোগের তথ্য বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন বলে দাবি করে রয়টার্স।

 

Related posts