শীর্ষরিপো্র্ট ডটকম । ৫ নভেম্বর ২০১৬
সরকারের সুষ্ঠু নীতির ফলে দেশে ধনী-গরিবের বৈষম্য অনেকটাই হ্রাস পেয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণের বদলে ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থা চালু করেছি। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এও বললেন, ভিটেমাটি থাকলে বাড়ি বানানোর জন্য অর্থ সহায়তা দেবে সরকার।
শনিবার বেলা ১২টায় ওসমানী স্মৃতি মিলনাতয়নে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৪৫তম সমবায় অনুষ্ঠানে ৫ প্রতিষ্ঠান এবং ৫ ব্যক্তির হাতে ‘সমবায় পুরস্কার-২০১৪’ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ‘সমবায়কে বঙ্গবন্ধু সত্যিকারের দর্শন হিসেবে দেখেছিলেন। এটাকে কাজে লাগিয়ে সমাজের ধনী-গরিবের বৈষম্য দূর করতে চেয়েছেন। জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে আমরা ধনী-গরিবের বৈষম্য কমাতে সক্ষম হয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ঋণ কার্যক্রম মানুষকে নিঃস্ব করেছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কেউ ২শ’ টাকা জমা দিলে তাকে আরো ২শ’ করে দু’বছর পর্যন্ত দেয়া হবে। এর মধ্য দিয়ে প্রত্যেকে হবে স্বাবলম্বী। ভিটেমাটি থাকলে বাড়ি বানানোর জন্য সরকার অর্থ সহায়তাও দেবে।’
শেখ হাসিনা বলেন, ‘চাষ উপযোগী জমি সংরক্ষণ করে পণ্য উৎপাদন বাড়াতে হবে। শিল্প-কারখানা হবে নির্দিষ্ট জায়গায়। এ জন্য আমরা অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তুলেছি। দেশের উন্নয়ন করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’