শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ অক্টোবর ২০১৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিরোধী নেতৃবৃন্দকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে নির্যাতনের পন্থা অবলম্বন করেছে। এর একমাত্র লক্ষই হচ্ছে দেশকে বিরোধী দল শূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা।
ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে হেনস্তা করতে রেজাউল করিম পলকে গ্রেফতারের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবী জানাচ্ছি।