শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ অক্টোবর ২০১৬
আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন এ নিয়ে কাউন্সিলের আগে চলছিলো নানা গুঞ্জন। অনেকেই বলেছিলেন আওয়ামী লীগের কমিটিতে নতুন চমকে আসছে। তাই হলো। চমক হিসেবে দলের সাধারণ সম্পাদক হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলের ২০তম সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠ ভোটে তা পাস হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে আসা বিদেশি অতিথিদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসবে সেটা আমি আর নেত্রী (শেখ হাসিনা) ছাড়া কেউ জানে না। নতুন চকম কি থাকবে সেটা শুধু আমরাই জানি।
আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে কী ধরনের চমক থাকছে এমন প্রশ্নের জবাবে তখন আশরাফ বলেন, রাজনীতি হলো ধারাবাহিকতা। আর নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। উৎসবমুখর পরিবেশে সম্মেলন হবে।