ওবামা গলফ খেলে ছুটি কাটাচ্ছেন

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৭মে  ২০১৭

ওবামা গলফ খেলে ছুটি কাটাচ্ছেন

ওবামা গলফ খেলে ছুটি কাটাচ্ছেন

ছুটি কাটাতে প্রথমবারের মতো স্কটল্যান্ডে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে পৌঁছে ইডেনবার্গে রাতের খাবারের আগ মুহূর্তে গলফ খেলতে মাঠে নেমে পড়েন তিনি।

খেলার মাঝখানেই দেখতে পান, উৎসুক জনতা তাকে দেখতে ভিড় জমিয়েছেন। ফলে খেলা ছেড়ে আগে লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেন ওবামা। তাদের সঙ্গে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় শেষে আবার গলফ মাঠে ফিরে যান তিনি।

স্থানীয় একটি দাতব্য সংস্থাকে সহায়তার জন্য স্কটল্যান্ডের ব্যবসায়ী ও সমাজসেবী স্যার টম হান্টারের আয়োজনে সেখানে এক নৈশভোজেও অংশ নেন তিনি।

এরপর ওবামার পছন্দ অনুযায়ী সঙ্গীতশিল্পী অ্যানি লেনক্স ব্যবসায়ীদের বিনোদনের জন্য গান পরিবেশন করেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা স্কটল্যান্ড থেকে বাড়ি ফেরার আগে আয়ারল্যান্ডে যাবেন। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে জি৭ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে সিসিলিতে থাকায় তার সঙ্গে দেখা হবে না ওবামার।

 

Related posts