শীর্ষরিপো্র্ট ডটকম । ৬ নভেম্বর ২০১৬
জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার পৃথক শোক বার্তায় তারা এ শোক জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে বলা হয়, ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতি প্রয়াত ডা. খানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, জাতি চিরদিন ডা. এম আর খানের শিশুরোগ চিকিৎসায় অবদানের কথা গভীরভাবে স্মরণ রাখবে। তার মৃত্যুতে জাতি একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞকে হারালো।
এক শোক বার্তায় স্পিকার বলেন, অধ্যাপক এম আর খান ছিলেন একজন মানবদরদী, নির্লোভ ও চিকিৎসকদের চিকিৎসক। তিনি আজীবন আত্ম -মানবতার সেবায় কাজ করে গেছেন। তিনি ছিলেন চিকিৎসা সেবার বাতিঘর। তার মৃত্যুতে দেশের চিকিৎসা জগতের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।