শীর্ষরিপো্র্ট ডটকম । ৪ নভেম্বর ২০১৬
প্রাণী মানেই মৃত্যু অবধারিত সেটি চির সত্য বিষয়। তবে সামান্য একটি ফোন পেলেই নাকি মৃত্যু অবধারিত এমন একটি খবর ভাইরাল হয়ে দেখা দিয়েছে। খবরটি আসলে কী?
আমরা অনেকেই জানি এমন অনেক হোটেল রয়েছে যেখানে ১৩ নম্বর রুম বলে কোনও রুম নেই। কারণ হলো এই নম্বরকে ‘হন্টেড’ বা ‘ভৌতিক’ বলে চিহ্নিত করা হয়ে থাকে। ঠিক একইভাবে এই একটি ফোন নম্বর কখনও ব্যবহার করা হয় না। সেটিকেও ভৌতিক বলেই ধরে নেওয়া হয়। কারণ হিসেবে জানা যায়, সেই নম্বর যারাই ব্যবহার করেছেন তাদেরই নাকি মৃত্যু হয়েছে! আর একটি নম্বরটা হলো 0888 888 888. এটি বুলগেরিয়ার একটি ফোন নম্বর।
সর্বপ্রথম এই নম্বরটি ব্যবহার করতেন মোবিটেল সংস্থার সিইও ভ্লাদিমির গ্রাসনভ। ২০০১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ভ্লাদিমির গ্রাসনভ। বলা হয়ে থাকে, তার কোনও এক ব্যবসায়িক শত্রু রেডিওঅ্যাকটিভ পয়জনিং করে মেরে ফেলেছিলেন তাকে। তারপর এই নম্বরটি ব্যবহার করেন কনস্তানতিন দিমিত্রোভ নামে এক মাফিয়া। তিনিও মারা যান ২০০৩ সালে। কোনও ড্রাগের আখড়া দেখতে নেদারল্যান্ডে গিয়েছিলেন কনস্তানতিন দিমিত্রোভ। তাকে সেখানে গুলি করে মেরে ফেলা হয়েছিলো। তাকে মেরে ফেলে রাশিয়ান মাফিয়ারা। মারা যাওয়ার সময় তার সঙ্গে ছিল তার ওই ফোনটি।
তারপর এই নম্বরটি আসে কনস্তানতিন দিশিলেভ নামে এক ব্যবসায়ীর হাতে। যাকে ২০০৫ সালে আঁততায়ীর হাতে খুন হতে হয়। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় এক ভারতীয় রেস্তোরাঁর বাইরে তাকে খুন করা হয়। এই ব্যক্তিও কোকেন পাচারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলো। তার খুনের কিনারা আজও হয়নি। ২০০৫ সাল হতে এই নম্বরটি সাসপেন্ড করে দেওয়া হয়। এই নম্বরে ফোন করলেই ভেসে আসে ‘outside network coverage’. তাই নম্বরটি সত্যিই রহস্যজনক বটে।