উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন

শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৬  মার্চ  ২০১৬

উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন

উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন

 দেশের প্রধান বাজারঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)আজ বুধবার লেনদেনে পতন হয়েছে। এইদিন সূচকেরও নিম্নমুখী প্রবণতায় দেখা গেছে। ডিএসইতে ৩৭০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন হয়েছে সূচকের পতনে। এদিন এ স্টক এক্সচেঞ্জে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, ডিএসইতে আগের দিনের তুলনায় ৬৪ কোটি টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৯৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সামিট পাওয়ার লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, লংকাবাংলা ফিন্যান্স, আমান ফিড, ওরিয়ন ইনফিউশন, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, অলিম্পিক এক্সেসরিজ, শাহজিাবাজার পাওয়ার কোম্পানি এবং ওরিয়ন ফার্মা।

অন্যদিকে আজ বুধবার সিএসই সার্বিক সূচক ১৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

 

Related posts