‘ইতর’ গালি দিয়ে মসজিদে মসজিদে চিঠি

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৮  নভেম্বর  ২০১৬

 

'ইতর' গালি দিয়ে মসজিদে মসজিদে চিঠি

‘ইতর’ গালি দিয়ে মসজিদে মসজিদে চিঠি

মুসলিমদেরকে ‘ইতর ও নোংরা’ আখ্যা দিয়ে ক্যালিফোর্নিয়ার কয়েকটি মসজিদে ইমেইল এবং হাতেলেখা ও ফটোকপি করা চিঠি পাঠানোর ঘটনা ঘটেছে।

এঘটনায় আরও পুলিশি নিরাপত্তা দাবি করেছে একটি মার্কিন নাগরিক অধিকার গ্রুপ। খবর বিবিসি’র।

এসব চিঠিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করা হয়। ‘আমেরিকানস ফর বেটার ওয়ে’ স্বাক্ষরিত চিঠিগুলোতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘আমেরিকায় শুদ্ধি অভিযান চালাবেন ট্রাম্প।’

এসব ‘ঘৃণা ছড়ানো চিঠির’ সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তার কোনো ইঙ্গিত মেলেনি। এবিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তিনি।

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছিলেন।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেন্সের সান জোসে, লং বিচ ও ক্ল্যারমন্ট এলাকার মসজিদগুলোতে সম্প্রতি এসব চিঠি পাঠানো হয়েছে।

এসব চিঠিতে প্রাপককে ‘শয়তানের সন্তান’ নামে সম্বোধন করা হয়েছে বলে নাগরিক অধিকার সংগঠনটি জানায়।

সান জোসের পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট এনরিক গার্সিয়া বলেছেন, ‘ঘৃণা প্রসূত এ ধরনের ঘটনার’ পুলিশি তদন্ত চলছে।

 

Related posts