শীর্ষরিপো্র্ট ডটকম। ১৭ মার্চ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জল মোল্লা (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মুত্যু হয়েছে। এসময় আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার আড়াইহাজার-ভুলতার সড়কের দুপ্তারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল মোল্লা উপজেলার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি নাইম আহমেদ মোল্লার বাবা। আর আহতরা হলেন, গাজীপুরের আলী হোসেন ও তার স্ত্রী ফাতেমা। বাকী ২ জনের এখনো পরিচয় জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানা পুলিশের ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, তোফাজ্জলসহ আরো কয়েকজন যাত্রী সিএনজি অটোরিকশাযোগে আড়াইহাজারে থেকে ভুলতা যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে আসা আরেকটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে একটি সিএনজিতে থাকা তোফাজ্জল মোল্লা ঘটনাস্থলে মারা যায়। আর এসময় সিএনজিতে থাকা আরো ৪ জন আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।