শীর্ষরিপো্র্ট ডটকম । ৩ ডিসেম্বর ২০১৬
দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, রাত ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন বেগম খালেদা জিয়া।
এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে করণীয় নির্ধারণে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এই বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ অন্যান্য বিষয়ও বৈঠকে আলোচনা করা হবে বলে দলীয় সুত্র নিশ্চিত করেছেন।