আজ অভিনেতা কল্যাণের জামিন

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬  জানুয়ারি  ২০১৭

আজ অভিনেতা কল্যাণের জামিন

আজ অভিনেতা কল্যাণের জামিন

দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার নাট্য অভিনেতা কল্যাণ কোরাইয়াকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে গত বুধবার আদালতে কোরাইয়াকে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক।

গত মঙ্গলবার বিকেলে কল্যাণের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর। মামলা নম্বর ৬। এজাহারে দণ্ডবিধির ২৭৯, ৩৩৮-এর ক ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

Related posts