শীর্ষরিপো্র্ট ডটকম । ৫ নভেম্বর ২০১৬
খারাপ আবহাওয়ার কারণে টুঙ্গিপাড়ার কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ। রোববার নতুন কমিটির সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
শনিবার গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গেলো ২২ ও ২৩ অক্টোবরের জাতীয় সম্মেলনের পর ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ৭৫ জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের প্রথানুযায়ী নতুন কমিটি ঘোষণার পর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিতে শ্রদ্ধা জানান নেতারা।
এদিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাংগঠনিক সফরে বের হওয়ার কথা ছিল আওয়ামী লীগের নতুন কমিটির নেতাদের। কিন্তু আবহাওয়ার কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে।